বুধবার, ৫ আগস্ট, ২০১৫

শৈশবে বৃষ্টি দিনের কথা

ছোট বেলায় বর্ষার দিন গুলো খুব
বিরক্তকর ছিলো।সারাদিন ঘরের
ভেতর বসে থাকতে হতো।বাইরে
বেড়োতে চাইলেই মায়ের শাসন।
কেউ সাধারনত খেলাধুলা ও করতো
না আর করলেও বৃষ্টিতে ভিজে যেটা
মা কখনো মেনে নিতে চাইতো না।
সারাদিন শুয়ে বসে টিভি দেখে
দিন কাঁটাতে হতো।
কিন্তু বর্তমানে বর্ষার দিন গুলোই
ভালো লাগে একটু অন্য রকম।।সাধারনত
অলস ভাবাটাই বেশি প্রকাশ পাই।
বাইরে অধর বৃষ্টি নামলে মনের ভেতর
একটা সাহিত্যিক ভাব আসে। মনে হয়
এবারই হয়তো রবি ঠাকুর কে পরাজিত
করতে পারবো সাহিত্য খেলায়।
বৃষ্টির প্রতিটা জল রাশি এক একটা
কাব্যের লাইন হিসাবে নেমে আসে
হৃদয়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন